নৌকা প্রার্থী হাকিম পেয়েছেন সাড়ে ৬৯ হাজার ভোট, আনারস প্রার্থী মন্নু পেয়েছেন ১৪ হাজার

শৈলকুপায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি ৬৯ হাজার ৬৬১ ভোট পেয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোস্তফা আরিফ রেজা মন্নু পেয়েছেন ১৪ হাজার ১ ভোট। স্বতন্ত্র অপর প্রার্থী আনিচুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯২৯ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মন্নুর চেয়ে ৫৫ হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম।
শৈলকুপায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন, মোট ভোট প্রদান করেছেন ৮৪ হাজার ৫৯১ জন।
রোববার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহা. আব্দুস ছালেক।

সেসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদসহ গণমাধ্যমকর্মী ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মোহা. আব্দুস ছালেক জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ জানান, এ বিজয় জনগণের বিজয়। আমার বিজয়কে শৈলকুপাবাসীর প্রতি উৎসর্গ করলাম।
এর আগে উপজেলার ১২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সবকয়টি কেন্দ্রের ভোট হয় ইভিএমের মাধ্যমে।
Social Link