কাঁচেরকোল গ্রামের শহীদ ডাক্তার আর নেই

শৈলকুপার কাঁচেরকোল গ্রামের ডাক্তার মো. শহীদুর রহমান (শহীদ ডাক্তার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডাক্তার মো. শহীদুর রহমানের পিতা ছিলেন আলহাজ্ব ডাঃ হাবিবুর রহমান। তিনি বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও কাঁচেরকোল ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তারই উত্তরসূরী হিসেবে শহীদ ডাক্তার গ্রামের উন্নয়নে অবদান রেখে গেছেন। শহীদ ডাক্তার ২০০১ সালে প্রতিষ্ঠিত কাঁচেরকোল কলেজের জমিদান করেছেন এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে কাঁচেরকোলের পশ্চিমপাড়ায় নির্মিত কচুয়া তদন্ত ক্যাম্পের জমি দান করে গেছেন।

তিনি কাঁচেরকোল মাদরাসা ও কাঁচেরকোল কলেজের দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কাজে অবদান অনস্বীকার্য। 

গত কয়েক বছর ধরে ডাক্তার মো. শহীদুর রহমান জটিল রোগে আক্রান্ত ছিলেন। ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার পর তিনি গ্রামের বাড়িতেই তার নিজের চিকিৎসা চালিয়ে গেছেন।

শহীদ ডাক্তার চিকিৎসা সেবা প্রদানে ছিলেন নিবেদিত প্রাণ। এছাড়া এলাকার উন্নয়ন, গরীব, দুঃখীদের সাহায্য-সহযোগিতাসহ অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িছিলেন তিনি। কচুয়া বাজারে তার নিজের একটি চেম্বার ছিল। যেখানে তিনি গ্রামের সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন।

তার চলে যাওয়াতে কাঁচেরকোল ইউনিয়ন তথা শৈলকুপা হারালো একজন নিবেদিত প্রাণ সৈনিককে। তার অবদান অনস্বীকার্য।

তার মৃত্যুতে শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জামিল রশীদ স্যার, কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দার মামুন ও কাঁচেরকোল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. এস. এম সুলতান আহমেদসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন