• Home »
  • জাতীয় »
  • কাঁচেরকোল ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ৫৬ লাখ টাকার সর্বোচ্চ বাজেট ঘোষণা

কাঁচেরকোল ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ৫৬ লাখ টাকার সর্বোচ্চ বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে। আসন্ন অর্থ বছরে এক কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৪০১ টাকা বাজেট ঘোষণা করা হয়। যা গত অর্থ বছরের চেয়ে ৫৩ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা বেশি।

রবিবার (২৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. সালা্হউদ্দিন জোয়ার্দার মামুন।

বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব অসীম কুমার সরকার।

এসময় ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম আক্তার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমরান মিয়া বাবু, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শাহ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহেব আলী বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রইচ উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য শ্রীমতি চায়না রানী, মোছা. আপিয়া খাতুন ও মোছা. রেশমা খাতুনসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরে সর্বমোট এক কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৪০১ টাকা বাজেট ঘোষণা করা হয়। গত অর্থবছরে বাজেট ছিল এক কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৩৮ টাকা।

মন্তব্য করুন