• Home »
  • গ্রামের খবর »
  • সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ কাঁচেরকোলের মির্জাপুর গ্রাম

সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ কাঁচেরকোলের মির্জাপুর গ্রাম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর। একসঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ গোটা গ্রাম। ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হওয়ার খবরটি গ্রামে পৌঁছানো মাত্রই শুরু হয় মাতম।

নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপার কাঁচোরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬)।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তারা ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সালাহউদ্দীন জোয়ারদার মামুন বলেন, নিহত দুই ভাই নাসির ও নাফিস তারও আত্মীয়। বুধবার সকালে তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারও সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই নাফিস অল্প কিছুদিন হলো ভারত থেকে পড়ালেখা করে দেশে এসেছেন। পারিবারিক কাজে তারা ঢাকা গিয়েছিলেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। চাপা দেওয়া গাড়িটির সন্ধান চলছে। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন