কাঁচেরকোলে শাহী মোল্লা ও ওয়াদুদ শেখ লাঠি খেলে মাতালেন দর্শকদের (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক [] কাঁচেরকোলে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলায় কিছু সময়ের জন্য দর্শকদের মনে আনন্দ দিতে হাতে লাঠি নিয়ে খেলা দেখান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান শাহী মোল্লা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. ওয়াদুদ শেখ।
শুগক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে লাঠি খেলার আয়োজন করে কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশ।
লাঠি খেলায় ৮-১০ টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে রাজাপুর, রামচন্দ্রপুর, কাতলাগাড়ী, বৃত্তিপাড়া, উজানগ্রাম, দুধসর, খন্দকবাড়ীয়াসহ মির্জাপুর গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী খেলায় অংশগ্রহণ করেন। গ্রাম-বাংলার খেলা দেখতে দূর-দূরান্তের শত শত মানুষ কাঁচেরকোলে পশু হাটে ভিড় জমায়।
যুব-সমাজকে অপরাধের হাত থেকে দূরে রাখার পাশাপাশি প্রতিবছর ঐতিহ্যবাহী লাঠি খেলা আয়োজকদের কাছে দাবি জানান স্থানীয়রা।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থি ছিলেন- ইউনুস মেম্বর, কাম্রুজ্জামান কামু মেম্বর, আশিক ইকবাল সাগর, সৈয়দ আশিক, রুয়েল ও পলাশ প্রমুখ।
অনেক দিন পর ফিরে পাওয়া পছন্দের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শকেরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়।
খেলা শেষে লাঠিয়াল ও ৬ জন বীর মুক্তিযুদ্ধার মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
Social Link