১ লাখ ৮২ হাজার ভোটে শৈলকুপায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী শেফালী বেগম জয়ী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগম। ২ লাখ ৮৮ হাজার ২৫৪ ভোটের মধ্যে তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৮১৬ ভোট। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ পেয়েছেন ৪ হাজার ৪৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান আনারস প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ৯৭৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘১২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনও প্রার্থী নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ জানায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। নির্বাচনে তার স্ত্রী শেফালী বেগম নৌকা প্রতীক পান।
Social Link