এনট্রিক্স ও ইউরোম্যাকের মধ্যে চু‌ক্তি স্বাক্ষর

মে‌শিনা‌রিজ সাপ্লাই কোম্পানি এনট্রিক্স সলিউশনস লিমিটেড ও ইউরোম্যাকের মধ্যে চু‌ক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল সে‌রিনাতে এই চু‌ক্তি স্বাক্ষর অনু‌ষ্ঠিত হয়।

এনট্রিক্স সলিউশনস লিমিটেডের প‌ক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়াম্যান সৈয়দ মেহেদী আল রেজা। ইউরোম্যাকের প‌ক্ষে ছিলেন জেনারেল ম্যা‌নেজার হেনরী জিয়াং।

এসময় আরও উপ‌স্থিত ছিলেন এনট্রিক্সের ব্যবস্থাপনা প‌রিচালক আমিনুর র‌শিদ আরশাদ, উপ-ব্যবস্থাপনা প‌রিচালক মো. আল আমিন এবং ইউরোম্যাক গ্লোবাল সেলস ম্যা‌নেজার এইচ মুরাত ইউদাকুল।

এনট্রিক্স দে‌শে অন্যতম এক‌টি ইন‌ডেন‌টিং ফার্ম। যারা গা‌র্মেন্টস সেক্টরে বি‌ভিন্ন মে‌শিনা‌রিজ সাপ্লাই ক‌রে থা‌কে। ‌যেমন সুইং, কা‌টিং ও ফি‌নিশিং মে‌শিনা‌রিজ।

এনট্রিক্স ২০১৫ সাল থে‌কে বাংলা‌দে‌শে গা‌র্মেন্টস মে‌শিনা‌রিজ সাপ্লাই ক‌রে আসছে। আগামী বছ‌র এনট্রিক্স গ্লোবাল সো‌র্সিং লি‌মি‌টেড না‌মে আরও এক‌টি প্র‌তিষ্ঠানের কার্যক্রম শুরু হ‌তে যা‌চ্ছে।

ইউরোম্যাক ডে‌নিম ইন্ড্রাস্ট্রিতে অটোমেশিন ইউনিট সাপ্লায়ার হি‌সে‌বে বিশ্ব‌বিখ্যাত এক‌টি চায়না প্র‌তিষ্ঠান। গত সাত বছর ধ‌রে প্রতিষ্ঠানটি সারা‌বি‌শ্বে মেশিনারিজ সাপ্লাই দি‌চ্ছে। গত ২০১৭-১৮ সালে বাংলাদে‌শে প্রতিষ্ঠানটি মা‌র্কেট শেয়ার পে‌য়ে‌ছে।

মন্তব্য করুন