• Home »
  • শিক্ষাঙ্গন »
  • এস. কিউ. আর. মাহতাব ওয়ালী স্মৃতি ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ

এস. কিউ. আর. মাহতাব ওয়ালী স্মৃতি ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: একতায়, মানবতায়। এই স্লোগানকে সামনে রেখে শৈলকুপায় এস. কিউ. আর. মাহাতাব ওয়ালী স্মৃতি ট্রাস্ট কর্তৃক শিক্ষাবৃত্তি-২০১৭ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৯ মার্চ) কাঁচেরকোলের বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এই শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দার মামুন, প্রাক্তন প্রধান শিক্ষক জামিল রশীদ স্যার, প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান দুদু, সহঃ প্রধান শিক্ষক বিপ্লব হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু গোপীনাথ রায়, প্রক্তন শিক্ষক বশির উদ্দিন স্যার, ম্যানেজিং কমিটির সদস্য তুহিন জোয়ার্দারসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

চলতি বছর পরীক্ষামূলকভাবে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বাড়ানো হবে বলে স্মৃতি ট্রাস্ট থেকে জানানো হয়।

গ্রামের সাধারণ জনগণ ও সমাজের উন্নয়নের জন্য “এস. কিউ. আর. মাহাতাব ওয়ালী স্মৃতি ট্রাস্ট” তৈরি করা হয়। এস. কিউ. আর. মাহাতাব ওয়ালী একজন আদর্শ শিক্ষকের নাম। যিনি ঐতিহ্যবাহী বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময় তিনি শৈলকুপা থানা শিখক সোমিতি’র সফল সভাপতি ছিলেন এবং সেরা শিক্ষকও নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় ও শৈলকুপা পাইলট বিদ্যালয়ে বেলা ২ টায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই স্মৃতি ট্রাস্টটি বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের পাঁচ ছাত্রদের দ্বারা গঠিত।

পরিচালক বোর্ডঃ রাজু আহমেদ, আলী আল ইমরান, আবদুল্লাহ আল রাজীব, তৌহিদুল ইসলাম এবং হাবীব রূহ বর্ণ।

মন্তব্য করুন