• Home »
  • Uncategorized »
  • শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় কাঁচেরকোল মাদ্রাসা ৮ম, কাঁচেরকোল কলেজ ১৩তম

শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় কাঁচেরকোল মাদ্রাসা ৮ম, কাঁচেরকোল কলেজ ১৩তম

শৈলকুপা ও ইউনিয়ন পর্যায়ের শিক্ষার্থীদের পৃথকভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দলীয় ভাবে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় কলেজ/আলিম মাদ্রাসা পর্যায়ের ফলাফল নিম্নরূপ:

০১। ১ম স্থান: শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজ
০২। ২য় স্থান: শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ
০৩। ৩য় স্থান: বিএলকে টেকনিক্যাল কলেজ
০৪। ৪র্থ স্থান: শৈলকুপা সিটি ডিগ্রি কলেজ
০৫। ৫ম স্থান: মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজ
০৬। ৬ষ্ঠ স্থান: দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ
০৭। ৭ম স্থান: আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ
০৮। ৮ম স্থান: কাঁচেরকোল ইসলামিয়া ফাযিল মাদ্রাসা
০৯। ৯ম স্থান: আদিলউদ্দিন ডিগ্রি কলেজ
১০। ১০ম স্থান: কাতলাগাড়ি ডিগ্রি কলেজ
১১। ১১তম স্থান: জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ
১২। ১২ তম স্থান: আসাননগর আলিম মাদ্রাসা
১৩। ১৩তম স্থান: কাঁচেরকোল কলেজ
১৪। ১৩তম স্থান: শৈলকুপা ফাজিল মাদ্রাসা
১৫। ১৪তম স্থান: পাঁচপাখিয়া আলিম মাদ্রাসা।

এদিকে ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় শুদ্ধভাবে দলীয় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গণি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন